• Uncategorized

    মুন্সীগঞ্জে মামুনুল শ্লালীনতা হানির ঘটনায় ভাংচুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৪:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুমমাইজভান্ডারি, মুন্সীগঞ্জঃ

    গত ৩ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় মিছিল তাকবির ও সহিংস আগুন জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন সহ দোকানঘর ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ গজারিয়ার শাখার নেতা কর্মিরা।

    উল্লেখ্য যে অনলাইনে ভাইরাল হওয়া তথ্য মতে জানা যায় শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পর্যটন কেন্দ্র রয়েল রিসোর্টে একটি মিথ্যা অপবাদে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক ও তার ২য় স্ত্রী আমেনা তৈয়াবা কে অবরুদ্ধ করে শ্লালিনতাহানীর মত নেক্কারজনক জঘন্যতম নজিরবিহীন ঘটনা ঘটায় স্থানীয় মতবাজী কতিপয় লোকজন।পরে মুহুর্তের মধ্যে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লে গজারিয়ায় হেফাজতে ইসলামের কর্মীরা তাৎক্ষনিক জড়ো হয়ে মিছিল বিক্ষোভ শুরু করেন।

    এ সময় মহাসড়কের সাময়িক সময়ের জন্য যান চলাচলে বিঘ্নিত হয়।ঘটনাস্থলে তাৎক্ষনিক গজারিয়া থানার পুলিশ এসে কঠোর হস্তে নাশকতা দমন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে গজারিয়া থানার ওসি (অপারেশন) মোক্তার হোসেন বলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশে এর যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়ায় সক্রিয় হেফাজতে ইসলামের কর্মিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হয়ে সোনারগাঁও বিক্ষোভ যাত্রায় উদ্দ্যেশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় জড়ো হতে শুরু করে।এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল ও ভাংচুর শুরু করে।সোনারগাঁও মুখি যাত্রাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।পুলিশের নিয়ন্ত্রনে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ