• আমার দেশ

    মাওয়া-জাজিরা মেল বন্ধন

      প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ৩:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    প্রমত্তা পদ্মা,উত্তাল পদ্মা,অবিরত স্রোতস্বিনী পদ্মা-
    সাধ্য কি আছে আমাদের তোমার গতি রুখবার!
    বোঝাই লঞ্চ, স্টিমারে হাজারো নির্মম প্রাণহানি,
    দক্ষিণবঙ্গের জনজীবন পারাপারে ভোগান্তি আর গ্লানি;
    হাল ধরলো মমতাময়ী- মানবতার মা,
    আত্মমর্যাদার প্রশ্নে বাঙালি মাথা নোয়াবার না।
    সকল সংশয় উপেক্ষা করে;
    লাল সবুজের বুকে আর ও একটি সমুজ্জল অর্জন,
    ইতিহাসের একটি অধ্যায় হলো ২০২২ এর ২৫ শে জুন!
    শুধুই ইট পাথরের অবকাঠামো নয়
    প্রচেষ্টা, দৃঢ়তা, মানসিক অস্থিরতায় তিলে তিলে রুপায়িত একটি স্বপ্নের উন্মোচন।
    অদম্য ইচ্ছায় পদ্মা সেতুর হয়েছে বাস্তবায়ন।
    অর্থনীতি পাবে নতুন মাত্রা,
    সচল রইবে উন্নয়নের অগ্রযাত্রা-
    বছরের পর বছর যা ছিলো
    কোটি মানুষের চলার পথে সর্বোপরি প্রয়োজন।
    ঝুঁকিহীন হোক- কল্যাণকর হোক,
    মাওয়া ও জাজিরার এই মেল বন্ধন!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ