• Uncategorized

    মতলব উত্তর এখলাছপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও  জিআর চাল  বিতরণ

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ১০:১৯:১৩ প্রিন্ট সংস্করণ

     

     

    মো.তুহিন ফয়েজ:

    মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে  প্রাকৃতিক দূর্যোগ বন্যায়  ক্ষতিগ্রস্ত  কর্মহীন  হয়েপড়া  অসহায় পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে জিআর   চাউল ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী   বিতরণ করা হয়েছে  ৷

     

    ২৯ আগস্ট  ( শনিবার ) সকালে এখলাছপুর  ইউনিয়নে  গরীব ও অসহায় ১ হাজার  ৫শত লোকের মাঝে ১০ কেজি হারে ১০.৫ মেট্রিক টন জিআর চাউল ১৫০ পেকেট  প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার  বিতরণ করা হয়।

     

    জিআর  চাউল ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী   বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যগ অফিসার মোঃ জাবেদ  আহাম্মেদ , এখলাছপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, ইউপি সচিব করিম আহমদ দীপু  ৷

     

    চাল ও খাদ্যসামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন-

    দেশের বন্যা দুর্গত এলাকায় দুর্দশনায় পড়া মানুষের জন্য ত্রাণের যেন ঘাটতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

    কোনোভাবেই মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং রিলিফের যেন কোনো ঘাটতি না হয়। ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করেন, মানুষের পাশে তাদের থাকতে হবে।

     

    প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সবসময় ছিলেন এবং এখনো আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যখন যা দরকার তাই দিচ্ছে সরকার ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবেনা ৷

     

    তারা আরো বলেন, ঘাতক ভাইরাস করোনা থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। আর কয়েক দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ।

     

    আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর   নির্দেশ মেনে চলুন। নিজেরা ঘরে থাকুন, অন্যকে সুস্থ রাখুন। জনসমাগম করবেন না। সরকারি সিদ্ধান্ত ছাড়া দোকানপাট খুলবেন না। খুব জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনে চলাফেরা করবেন না। দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সকলের কাছে ত্রাণসমগ্রী পৌঁছে দিচ্ছেন ।আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার জন্য দোয়া করবেন এবং সবাই সামাজিক দুরুত্ব মেনে চলবেন ৷

     

    এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেহেন উদ্দিন নেতা,থানা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ লিটন সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, সাবেক সভাপতি মোঃ  আমান উল্লাহ মাস্টার, এখলাছপুর ইউপি মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম, এখলাছপুর ইউপির ইউপি সদস্য  মোঃ আবু মুসা,ইউপি  সদস্য  মজিবুর রহমান,মোশারফ হোসেন, আনোর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাছিমা খানন ,তফুরা বেগম, ৱিনা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ