• Uncategorized

    মতলব উত্তরে কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়ী পৌছে দিলেন কৃষকলীগ নেতৃবৃন্দ

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৯:২৯:১০ প্রিন্ট সংস্করণ

    মো. তুহিন ফয়েজঃ

    মতলব উত্তরে কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিলেন কৃষকলীগ নেতৃবৃন্দ ৷২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে এখলাছপুর ইউনিয়নের বোস্টার পাম্প সংলগ্ন বাগের লামা বিলে তাহের মাস্টার লেতার ছেলে কৃষক মনির হোসেন লেতার ২০ শতাংশ জমির ধান কেটে বাড়ী পৌছে দিয়ে মাড়াই করে দেন ৷আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

    মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের নেতৃত্বে থানা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, ফতেপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.ইলিয়াছ মিজি,এখলাছপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. হেলাল প্রধান, কৃষকলীগ নেতা মন্টু লেতা সহ ১২ জন কৃষকলীগ নেতা- কর্মি ধান কাটায় অংশ গ্রহন করেন ৷করোনা মহামারীর গত বছর ২০২০ সালে লকডাউনের সময়েও মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১শ একর জমির ধান কেটে মাড়াই করে কৃষকদের বাড়ীতে পৌছে দেন কৃষকলীগ নেতৃবৃন্দ ৷

    মতলব উত্তর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেন, বাংলাদেশের চারবারের নির্বাচিত সফল রাষ্ট্রনায়ক মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মতলব উত্তর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে বাড়ী পৌছে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ৷তিনি আরও বলেন, কৃষক হচ্ছে আমাদের প্রাচীন শ্রমিক৷ কৃষক আমাদের প্রতিধিনের খাদ্যযোগায় ৷ ইতিহাস সাক্ষ্য দেয় অতীতের উন্নত জাতিগুলো কৃষিকার্যেও উন্নত ছিল ৷
    মতলব উত্তর উপজেলার কৃষকলীগের সকল নেতা-কর্মি কৃষকের কল্যাণে সুখে- দুখে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ