• Uncategorized

    বিশ্বনাথে শামসুল উলামা আল্লামা ফুলতলী রহ: ও এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৩০:০১ প্রিন্ট সংস্করণ

    বিশ্বনাথে শামসুল উলামা আল্লামা ফুলতলী রহ: ও এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন:

    সিলেটের বিশ্বনাথ উপজেলায় মৌলভীর গাঁও লতিফিয়া ইসলামী যুব সংঘ কর্তৃক শামসুল উলামা আল্লামা ফুলতলী রহ: ও এলাকার মুর্দেগানদের ইসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়েছে।

    সোমবার ১৫ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত স্হানীয় উপজেলার মৌলভীর গাঁও পশ্চিম হাঁটিতে এ মাহফিল অনুস্টিত হয়।
    ইসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন ইকড়ছই আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

    যুক্তরাজ্য প্রবাসী ও অত্র গ্রামের হাজী মনোহর আলী’র সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির নসিহত পেশ করেন মাওলানা মর্তুজ আলী আমানতপুরী।
    প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন বালাগন্জ বোয়ালজোর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কবির আহমদ সিদ্দিকী।

    বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, সিংগেকাচ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী শামসুল হক নুরী, উজাইজুরী জামে মসিজেদের ইমাম ও খতিব মাওলানা আবুল বশর।

    আরও খবর

    শিশুকে হত্যা করে লাশ ফেলে রাখা হলো বাশঁঝাড়ে।

    করোনা মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে সরকারের- হানিফ

    গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু। সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুমকিতে গভর্নিংবডির সভাপতির প্রশ্রয়ে অধ্যক্ষ বহাল তবিয়তে!

    মাধবপুরে মাদক চোরাকারবারি আটক

    মে দিবসের কথা-আলোকিত ৭১ সংবাদ

                       

    জনপ্রিয় সংবাদ