• গণমাধ্যম

    বাউফলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি; অডিও ভাইরাল

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ৩:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    মো আবুবকর মিল্টন-বাউফল পটুয়াখালী:

    পটুয়াখালীর বাউফলে একজন সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এসংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এর আগে গত সোমবার (০৫/১২/২২) রাত ৮টার দিকে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাউফলে ‘প্রেসক্লাব বাউফল’ নামের একটি বিতর্কিত সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

    ওই সংগঠনে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি নুরুল আমিন আজাদীকে(৩৫) তার ইচ্ছার বিরুদ্ধে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়। এঘটনায় নুরুল আমিন গত ১৫নভেম্বর ২২ ফেজবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেকে বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য দাবি করে অন্য কোন সংগঠনের সাথে তার সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিতর্কিত সংগঠন ‘প্রেসক্লাব বাউফল’র সভাপতি আরিফুজ্জামান খাঁন রিয়াদ(৪০) (স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর, বাউফল) তাকে(নুরুল আমিন) দুপুর ১টার দিকে মুঠোফোনে প্রাননাশের হুমকি দেন।

    এঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী (২৩১,তাং-০৫.১২.২২) করা হয়েছে। এসংক্রান্ত একটি অডিও গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়। ওই অডিওতে রিয়াদকে বলতে শোনা যায়, ‘তোর সাহস কি করে হয় ফেসবুকে স্টাটাস দাও? এত সাহস তোকে কে দিছে? তুই বাউফল আসবি কবে? আমি তোর বাড়ি অসলে তোর কানসা(কান) ফাডাইয়া দিমু। ওই অডিওতে তাকে প্রকাশ অনুপযোগী আরও কিছু অকথ্য ভাষায় গালাগাল করতে শোনা যায়।

    এ ব্যাপারে অভিযুক্ত আরিফুজ্জামান খাঁন রিয়াদ বলেন, ‘আমি তার(নুরুল আমিন) সাথে কোন কথা বলিনি। আমার সাথে যাদের রাজনৈতিক ও পারিবারিক ভাবে শত্রæতা রয়েছে তারা এই কল রেকর্ড এডিট করে ফেইসবুকে ছেড়ে দিয়েছে।’
    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘জিডি করা হয়েছে। জিডির কপি আমরা কোর্টে পাঠিয়েছি। কোর্ট থেকে অনুমতি পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ