• Uncategorized

    বঙ্গসাগরের নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক হাঁটু পানিতে প্লাবিত, দুর্ভোগে মানুষ।

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ১২:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া এবং পূর্নিমার জোঁ প্রভাবে পটুয়াখালী জেলা শহরের অর্ধাকাশ নিচু এলাকা হাঁটু পানিতে প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছে  মানুষ। এবং ব্যাহত হচ্ছে যান চলাচল।

    অদ্য ৬ জুলাই বৃহষ্পতিবার  দুপুরে আনুমানিক ১২.৩০ মিনিটের  পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জোয়ারের পানিতে সরকারী মহিলা কলেজ রোড, পুরাতন এসডিও রোড, পোস্ট অফিস রোড, নতুন বাজার এলাকা, সড়ক ও জনপথ রোড, নবাব পাড়া, সেন্ট্রার পাড়া, পুরান বাজার এলাকাসহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। এর ফলে লোক ও যানবাহন রিক্সা, অটোরিক্সা ও গাড়ি চলাচলে দারুনভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

    পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, পৌরসভার বিগত চেয়ারম্যান ও মেয়র গন শহর রক্ষাবাঁধ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন না করায় এ সমস্যা রয়েই  গেছে।

    এ সমস্যা সমাধানে  কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ ছাড়াও জেলার বিভিন্ন এলাকার  নিম্নাঞ্চল বৈরী আবহাওয়া ও  জোঁ প্রভাবে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ