• ঢাকা বিভাগ

    প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে অশ্রুসিক্ত শ্রীনগরে ৭ ভূমিহীন পরিবার

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৭:৩০:১৮ প্রিন্ট সংস্করণ

    মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে শ্রীনগরে ভূমিহীন ও গৃহহীন ৭ পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর।মঙ্গলবার(২৬ এপ্রিল)সকাল ১০টায়উপজেলা অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর ১ম ও ২য় পর্যায়ের ন্যায় ৩য় পর্যায়ে দুই শতাংশ জমির উপর নির্মিত ঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৭ উপকার-ভোগী পরিবারের নিকট জমির দলিলসহ ঘরের চাবী হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জমিসহ ঘর পাওয়া ৭ পরিবার হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাবুরদিঘীর পাড়ের বিধবা আমেনা বেগম, দেউলভোগ গ্রামের নৈশ্য প্রহরী শাহজাহান, পশ্চিম আটপাড়া গ্রামের কৃষি শ্রমিক ইউসুফ, মনষাপাড়া বিধবা অনিমা সাহা, ভাগ্যকুল গ্রামের জেলে শ্যামল বর্মণ, কামারগাঁও গ্রামের রাজমিস্ত্রী আনোয়ার হোসেন ও পাড়াগাঁও গ্রামের শ্রমিক মোঃ হৃদয় হোসেনের পরিবার। প্রত্যেক গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পেয়ে অশ্রুসিক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ ভরে দোয়া করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন।

    সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশেকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা মাফুজা পারভীন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, সিনিঃ মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জহিরুল হক নিশাত সিকাদার, উপজেলা টাস্কফোর্স কমিটি ও উপজেলা সকল দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ