• রাজশাহী বিভাগ

    পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ৬:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ

    আলাউদ্দিন আদম-সুজানগর পাবনা:

    মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. তসলিম হাসান সুমন। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নু।

    সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেম, সূচিত্রা সেন স্মৃতি রক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু।

    এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সহ-সভাপতি কাজী মারুফা, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য বদরুন নাহার, শামীম রায়হান চন্দন,

    গণশিল্পী সংস্থা পাবনার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জাহান কণিকা, ইছামতি থিয়েটারের ভাস্কর চৌধুরী, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, আনিছুর রহমানসহ পাবনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, আবৃত্তিকার অঞ্জলি ভৌমিক, সামুন সাব্বির, ওয়াহিদা অপ্সরা, ইয়ামিন, তুলি, সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সমীর মজুমদার, আল-আমিন হোসেন লিমন, সীমান্ত, শাহীন আহমেদ, ইরিশা, দীপ্রতা, প্রিয়ন্তী, মোরশেদ, পল্লব বিশ্বাস প্রমূখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ