• Uncategorized

    আন্তর্জাতিক পরিসরে সম্মাননা পেল জাককানইবির দুই শিক্ষার্থীর শর্টফিল্ম

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ১২:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর পরিচালনায় তৈরি শর্ট ফিল্ম “ক্রাইসিস” ও “লাস কনসিকুয়েনসিয়াস” ভারতের সিনেমা ফর স্ক্রিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১ এর আসরে স্পেশাল মেনশন ফিল্ম এওয়ার্ড এর সম্মাননা পেয়েছে।
    ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত “লাস কনসিকুয়েন্সিয়াস” শর্টফিল্মটি নির্মিত হয় ২০১৯ সালে।চিত্রগ্রাহক হিসাবে দায়িত্ব পালন করেন সাইয়াদুস সালেহীন জাইম।

    শর্টফিল্মটি দেশে-বিদেশের ৮ টি চলচ্চিত্র উৎসবে মনোনীত হয় এবং অংকুর চলচ্চিত্র উৎসবে সেমিফাইনালে টপ টেনে পৌছায়। অপরদিকে,সাজ্জাদ হোসেন ইমন পরিচালিত “ক্রাইসিস” শর্টফিল্মটি ২০২০ সালে নির্মিত হয়।করোনা মহামারীর কারণে সৃষ্ট লকডাউনে মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি এখন পর্যন্ত দেশে-বিদেশের ১০ টি চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে।

    সাজ্জাদ হোসেন ইমন এবং ইশতিয়াক আহমেদ জিহাদ দুইজনই বাংলাদেশী তরুন চলচ্চিত্র নির্মাতা।দুজনই বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। বর্তমানে তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ