• রাজশাহী বিভাগ

    পাঁচন্দর ইউনিয়নে গুণগত শিক্ষা বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৩:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী)ঃ রাজশাহীর তানোর উপজেলার ৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ হলরুমে তানোর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং সিভিএ ওয়ার্কিং কমিটির পরিচালনায় গুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে কেন্দ্র করে গুণগত শিক্ষাবিষয়ক সিটিজেন ভয়েজ এন্ড একশান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয় ।

    সোমবার সকাল ১১ ঘটিকায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন তানোর এপির ম্যানেজার বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফুর হায়দার রশিদ ময়না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, তানোর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সানাউল্লাহ, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সিদ্দিক শাহ্।

    শিক্ষানীতি ২০১০ অনুসারে প্রাথমিক বিদ্যালয় এর জন্য সরকার কর্তৃক নির্ধারিত মানদণ্ডের অধীনে ১০ টি বিষয় উল্লেখ করা হয়েছে । শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সুব্যবস্থা, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, বিদ্যালয় ছেলেমেয়ে জন্য মানসম্মত পৃথক টয়লেট ব্যবস্থা,বিদ্যালয় শারীরিক শান্তি সম্পূর্ণরূপে বিলুপ্ত সব ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুসারে প্রতিবন্ধীবান্ধব সুযোগ, সুবিধা থাকা পথশিশু ও অন্যান্য অতিরঞ্জিত শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয় আনার এবং ধরে রাখার লক্ষ্য বিনা খরচে ভর্তির সুযোগ, বিনামূল্য শিক্ষা উপকরণ সরবরাহ দুপুরের খাবারের ব্যবস্থা এবং বৃত্তিদান সহ বিশেষ ব্যবস্থা গ্রহণ শিশুর সৃজনশীলতা ও দক্ষতার প্রশিক্ষণ, পদ্ধতি অনুসারে শিক্ষার্থীকে এককভাবে প্রভাবে কার্যসম্পাদনের সুযোগ সৃষ্টি , সুপ্রিয় অভিভাবক শিক্ষক কমিটি প্রতিষ্ঠা করে অভিভাবকদের বিদ্যালয় এবং তাদের ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়ে আরো উত্সাহী করা শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় আচরণিক সচেতনতা সৃষ্টি, মেয়ে শিশুদের মধ্যে পড়ার প্রবণতা তুলনামূলকভাবে অধিক হওয়ায় তারা যাতে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া এবং তাদেরকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করার লক্ষ্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরির মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ