• রংপুর বিভাগ

    নীলফামারীতে ব্রাকের পশুর হাটে করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারণা

      প্রতিনিধি ৮ জুলাই ২০২২ , ১:৪৪:২২ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী জেলায় কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের হাট গুলোতে কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যাকের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ব্রাক। দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দেশব্যাপী কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের হাট গুলোতে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য সম্বলিত ব্যানার টাঙ্গিয়েছেন। তার অংশ হিসাবে ব্র্যাক নীলফামারী জেলায় কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের হাট গুলোতে জনসচেতনতামূলক ব্যানার টাঙ্গিয়ে হাটে আগত ক্রেতা-বিক্রেতাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    পশুর হাটে কয়েকজন ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সাথে কথা হলে তারা জানায়, ব্রাকের এমন উদ্যোগ সত্যিই প্রসংশার দাবীদার। সচেতনতামূলক প্রচারনার মাধ্যমে বহুগুনে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জেলা ব্রাকের সমন্বয়কারী মোঃ আখতারুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানায়, ব্র্যাক দেশব্যাপী কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের হাট গুলোতে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য সম্বলিত ব্যানার নীলফামারী জেলার ৬ উপজেলায় বিভিন্ন হাটে টাঙ্গানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ