• Uncategorized

    ঠাকুরগাঁওয়ে আম ও লিচুর বাম্পার ফলন;খুশি চাষীরা

      প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ১:২৪:০৩ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

    ঠাকুরগাঁয়ের আম লিচুর ভালো ফলন হয়েছে। এবছর আমের অনেক ভালো ফলন হয়েছে। আম চাষীরা  অনেক খুশি।ঠাকুরগাঁও সদর সহ প্রত্যেকটা উপজেলায় আম লিচুর আবাদ করা হয়ছে

     কৃষি অফিসের তথ্য মতে, আমের আবাদ হয়েছে চারহাজার সাতশত হেক্টর জমিতে (৪৭০০)এবং সম্ভাব্য উৎপাদন ৬৫৮০০মেট্রিক টন।লিচু চাষ ৯০০ হেক্টর জমিতে সম্ভাব্য উৎপাদন ৪০৫০ মেট্রিক ।লিচু বাগান গুলোর প্রায় ৯০ ভাগ গাছেই লিচু ধরেছে।বাজারে লিচু ৩০০-৩৫০ টাকা ১০০শত লিচু বিক্রি হচ্ছে। বাগানে প্রায় প্রত্যেক গাছেই আম ধরেছে।যা দেখে চাষিরা অনেক খুশি ।আমের বর্তমান বাজার দর কোয়ালিটি অনুযায়ী মল্লিকা ৯০০-৯৫০ রুপালি১৮০০-২০০০টাকা  পাইকারি। গতবারের তুলনায় এ বছর আমের দাম কিছুটা  কম হলেও আমের ফলন অনুযায়ী লাভের আশা করছেন কৃষকরা। আম চাষীরা বলছেন যে  আমের বাজার আরেকটু বারলে আম চাষীরা ভালো  লাভবান হতে পারতো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ