• আমার দেশ

    নড়াইল জেলার ট্রাফিক বিভাগের নতুন ভবন উদ্বোধন

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৩ , ৯:১৪:৫০ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি।

    ১০ (নভেম্বর) অপরাহ্নে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুন)ট্রাফিক বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। অতঃপর তিনি ট্রাফিক বিভাগ এবং সদর ফাঁড়ি পরিদর্শন করেন। ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সুপার পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকল ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ”। অফিসের পরিবেশ সুন্দর ও আকৃষ্ট হলে কাজে-কর্মে স্পৃহা বাড়বে। এছাড়া মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিকল্প নেই।

    এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); মীর শরীফুল হক, ডিইআইও ১; মো.নাজমুল হক, পুলিশ পরিদর্শক( ক্রাইম); মো.ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মো.ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা মো.হাসানুজ্জামান, ট্রাফিক পুলিশ পরিদর্শক; মো.শহিদুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক, সদর ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ