• আইন ও আদালত

    নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের ভূয়া মহাপরিচালক আটক।

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২ , ৮:২০:৩৯ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁ:

    জানা গেছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নতুন হাট এলাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাদের ০১ জনকে আটক করা হয়েছে। জানা যায় জেলা এনএসআই নওগাঁর গোয়েন্দা তথ্যে ও পত্নীতলা থানা পুলিশের যৌথ অভিযানে অদ্য ২৪/০৪/২০২২ খ্রিঃ বিকাল ৩টা থেকে ৪ ঘটিকা পর্যন্ত
    নজিপুর নতুনহাট সংলগ্ন ঠুকনিপাড়া নিজ বাসা থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরির ভূয়া নিয়োগপত্র দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাদের ০১ জন মোঃ ইমরান হোসেন, পিতা-ফয়েজ উদ্দিন গ্ৰাম নজিপুর নতুনহাট সংলগ্ন ঠুকনিপাড়া,পত্নীতলা, নওগাঁ কে আটক করা হয়।

    কিছুদিন পূর্বে বিশস্ত সূত্রে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের নিকট তথ্য আসে যে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভূয়া নিয়োগ পত্রের মাধ্যমে নওগাঁ ও বগুড়া জেলার প্রায় ১০/১১ জনের প্রতেকের থেকে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূয়া মহাপরিচালক সেক্রেটারি হিসেবে হাতিয়ে নিয়েছে এই চক্র। অত্র কার্যালয় কর্তৃক উক্ত প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল মর্মে পরবর্তীতে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত চক্রের ০১ জন হোতাকে আটক করা হয়।

    উক্ত চক্রের মূল হোতা মাহফিজুল ইসলাম (২৬),পিতা- রফিকুল ইসলাম, সাং- ডাংগাপাড়া, ডাকঘর-এম. নাগরবাড়ী, বিরল, দিনাজপুর। সে নিজেকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ও (পরিকল্পনা) মোঃ দেলোয়ার হোসেন এর পার্শোনাল সেক্রেটারি দাবি করে উক্ত চক্রের কার্যক্রম পরিচালনা করতেন। চক্রে মধ্যস্থতাকারী হিসেবে মোঃ মিফতাহুল জান্নাত, পিতাঃ ছাইদুর রহমান, সাংঃ নজিপুর, পত্নীতলার বাসাঃ নজিপুর রাজমনি হলের পার্শ্বে ৫ তলা বাসার ২য় তলায় থাকে।উক্ত বিষয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে। এবং পলাতক আসামীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ ও গোয়েন্দা তথ্যে জানা গেছে। বর্তমানে
    বিষয় টি এলাকায় তোলপাড় চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ