• Uncategorized

    নওগাঁর মহাদেবপুরে দেশের বৃহত্তম পাখি কলোনীতে নীড় সংকুলান না হওয়ায় স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণ। 

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২০ , ৩:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুরে দেশের বৃহৎ পাখি কলোনি হিসেবে স্বীকৃত “আলিদেওনা পাখি কলোনী। উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা পুরো গ্রাম নিয়ে গড়ে ওঠেছে প্রজনন মৌসুম ভিত্তিক পাখি কলোনী। হাজারো পাখির আগমনে নীড় সংকুলান না হওয়ায় নতুন করে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছেন আলিদেওনা পাখি কলোনীর তত্বাবধায়ক নির্মল বর্মন। গত ২ আগস্ট পাখিদের আবাসস্থল হিসেবে গ্রামের বিভিন্ন স্থানে দিনব্যাপী ফলদ ও বনজ গাছ লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন BBCF – BANGLADESH, BIODIVERSITY CONSERVATION FEDERATION এর অন্যতম সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলায় সুনাম অর্জনকারী  মহাদেবপুর উপজেলার বিচিত্র পাখি উৎপাদন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান এর পরিচালক পাখিবিদ মুনসুর সরকার, প্রাণ ও প্রকৃতির প্রধান জয় বাংলা ইউথ এওয়ার্ড অর্জনকারী কাজী নাজমুল,বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশান এওয়ার্ড অর্জনকারী শ্রী নির্মল বর্মন, আলিদেওনা গ্রামের কৃতি সন্তান  ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন,”জীবন ” সংগঠনের সভাপতি  বঙ্গবন্ধু  এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশান এওয়ার্ড অর্জনকারী ইউনুছার রহমান হেবজুল এবং আলিদেওনা পাখি কলোনীর সদসরা। তারা দিনব্যাপী গ্রামের বিভিন্ন স্থানে পাখিদের বসবাসের জন্য বৃক্ষরোপণ করেন।

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ