• আইন ও আদালত

    ধামইরহাটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে ছয় ও আট মাস কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত

      প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ১১:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৬ ও ৮ মাস কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
    ২৭ জুন ধামইরহাট উপজেলাধীন পৌর সদরের ৭ নং ওয়ার্ডে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর নাজমুল হক বিপিএম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পেন্টাডল সেবন ও সংরক্ষনের অপরাধে পৌর ৭নং ওয়ার্ডের মঙ্গলকোঠা গ্রামের আবুল কাশেমের ছেলে রুবেল হোসেন ও একই গ্রামের বাবলু হোসেনের ছেলে শাকিল হোসেনকে গ্রেফতার করে।পরে তাদের ভ্রাম্যমান আদালতে মাদক আইনে রুবেল হোসেনকে ৮ মাস ও শাকিল হোসেনকে ৬ মাসের পৃথক কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়।
    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মাদক ব্যবসায়ী ও সেবীর সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, আমরা ধামইরহাট থেকে মাদক ব্যবসায়ী ও সেবীদের উৎখাত করতে চাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ