• বিনোদন

    দেশের নৃত্যশিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন আলিফ

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৫:০০:১৫ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকার-

    শিল্পের কথা আসলে যে কয়েকটি বিষয় আমাদের মাথায় আসে নাচ তন্মধ্যে অন্যতম। আমাদের দেশে অন্যান্য শিল্প বেশ এগিয়ে আসলেও নাচের দিক দিয়ে এখনো বেশ পিছিয়ে। কারণ হিসেবে বলা যায় গ্লোবালাইজেশন এর ফলে বিশ্বে নাচের ধারায় পরিবর্তন এসেছে। তবে আমাদের দেশীয় সিনেমা কিংবা মিউজিক ভিডিও তে নাচ অনেকটাই পিছিয়ে পডা বলিউড/হলিউড/কে পপ ইত্যাদি ইন্ডাস্ট্রির তুলনায়।এই অবস্থায় পরিবর্তন ঘটাতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদেরই একজন আলিফ।পুরো নাম মোফাসসাল আল আলিফ।
    বাড়ি ময়মনসিংহ।তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।

    আলিফ বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার এবং ড্যান্স টিচার টেরেন্স লুইসের স্টুডেন্ট।ব্যাক্তিগত অগণিত প্রাপ্তির পরে এখন তার স্বপ্ন দেশের নৃত্য শিল্পে পরিবর্তন করার।তাকে নিয়ে ফিচার হয়েছে প্রথম আলো,সমকাল সহ বিভিন্ন পত্রিকায়।সম্প্রতি দ্যা বিননেস স্ট্যান্ডার্ড পত্রিকাতেও প্রকাশিত হয়েছে আলিফের কথা।
    প্রতিষ্ঠা করেছেন আলিফিয়া স্কোয়াড।বিশ্বমানের নাচ শেখাচ্ছেন প্রতিনিয়ত। আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে তার জন্য রইলো অনেক শুভ কামনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ