• Uncategorized

    নদী ভাঙ্গনে ক্রমাগত ছোট হচ্ছে হিজলা উপজেলার মানচিত্র

      প্রতিনিধি ২৯ মে ২০২২ , ২:১৭:৫১ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি

    বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রাম পুরোটাই প্রায় এখন নদীর পেটে, অনেক জমি জমা এবং শত শত বসতি বাড়ি এখন নদীর গর্ভে। নিজস্ব জায়গা জমি এবং বসতি বাড়ি হারিয়ে দিশা হারা হিজলাবাশী।শুধু তাই নয় মুসলমানদের ইবাদাত খানা মসজিদ ঘরও কেড়ে নিয়েছে নদী,এবং আরও একটি মসজিদের বেশীরভাগই এখন নদীর বুকে। এমনকি কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এখন নদী ছুই ছুই।
    বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা(নামে পরিচিত)অধিকাংশই এখন নদীর দখলে। হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নকেও ছাড় দেয়নি পাষণ্ড নদী।সব মিলিয়ে ক্রমাগত ছোট হচ্ছে হিজলা উপজেলার মানচিত্র।

    হিজলার জনগণের দাবী বার বার জনপ্রতিনিধিরা নদী কবল থেকে রক্ষা করার বিভিন্ন আশ্বাস দিলেও বাস্তবে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন হয়নি। তাই জনগণের যেন হতাশার শেষ নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও বরিশাল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ এমপি মহাদয়ের নিকট হিজলার জনগণের একটিই দাবী অতি দ্রুত হিজলা কে নদীর কবল থেকে রক্ষা করার ব্যবস্থা নেয়া। যাতে করে সামনে আর হিজলা উপজেলার মানচিত্র ছোট না হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ