• আইন ও আদালত

    তানোর থানার অভিযানে চোলাই মদ ও গাঁজা সহ আটক তিন

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২২ , ২:৪১:২৮ প্রিন্ট সংস্করণ

    এস আর, সোহেল রানা,(রাজশাহী) তানোর, প্রতিনিধিঃ

    ইং ০৩/০২/২০২২ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, জনাব মোঃ রাকিবুল হাসান, অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গণি, তানোর থানা রাজশাহী এর নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ আসামী ১।নিলা মুর্মু(৫০), , মাতা- পকলে, স্বামী/স্ত্রী ছাওনা , গ্রাম- মথুরাপুর (আমশো আদিবাসীপাড়া) , থানা- তানোর, জেলা –রাজশাহীকে ২৫(পঁচিশ) লিটার চোলাইমদসহ গ্রেফতার করেন এবং এসআই মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আসামী ২। শ্রী কিষ্ণ হেমরম(৩৫), পিতা-শ্রী উকিল, মাতা-মানকো , গ্রাম- বনকেশর (হঠাৎ পাড়া)
    থানা- তানোর, জেলা –রাজশাহীকে ০৫(পাঁচ) লিটার চোলাইমদসহ গ্রেফতার করেন ও এসআই মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামী ৩।মোঃ ইসমাইল হোসেন(২৫), পিতা-মোঃ নাদের মেকার, মাতা-মোসাঃ ফরিদা বেগম , গ্রাম- দেবীপুর, থানা- মান্দা, জেলা –নওগাঁকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ০৪/০২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ