• আমার দেশ

    জেলা প্রশাসকের মিটিং শেষে বাড়ি ফেরার পথে রোড দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে গ্ৰাম পুলিশ।

      প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৬:২৬:২৬ প্রিন্ট সংস্করণ

    জেলা প্রশাসকের মিটিং শেষে বাড়ি ফেরার পথে রোড দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে গ্ৰাম পুলিশ।

    এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়ন পরিষদের গ্ৰাম পুলিশ আঃ ছাত্তার গত ২০১৭ সালের মার্চে জেলা প্রশাসকের মিটিঙ্গে ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া চার্জার গাড়িটি নিয়ে। উক্ত গাড়ি চালিয়ে ফেরার পথে রোড দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মিটিং হতে ফিরে আসা ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর তাকে আহত অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিল। চিকিৎসা শেষে নিয়মিত ঔষুধ সেবন করে থাকেন গ্ৰাম পুলিশ আঃ ছাত্তার। কিন্তু চোখের কোন উন্নতি বুঝতে পারে নাই, বরং দিন দিন দৃষ্টি হারিয়ে যাওয়ার পথে। চোখের অনেক অনেক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষুধ সেবন করে ও কোন উন্নতি হয়নি বরং দিন দিন অবনতি চোখের দৃষ্টি কমিয়ে।গ্ৰাম পুলিশ আঃ ছাত্তার বলেছেন আমি বেটারী সহ গাড়ি টি পরিষদে বুঝিয়ে দিয়েছিলাম। তিনি আরও বলেন ডিসি স‍্যার ইউনিয়ন পরিষদের প্রতিটি গাড়ি চালক গ্ৰাম পুলিশের জন্য, সংশ্লিষ্ট সচিবের হাতে ইস্কিনটারস মোবাইল ফোন প্রদান করেন। কিন্তু এখন ও পর্যন্ত হাতে পায়নি। মিঠাপুর ইউনিয়নের ষ্টোর রুমে গাড়িটির বডি আছে কিন্তু বেটারী নাই। উক্ত বেটারী নাই কেন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান শ্রী সাধন চন্দ্র মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন বেটারী পরিষদের কে বা কারা নিয়ে গেছে আমি বলতে পারবো না।এব‍্যাপারে মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানার জন্য গত ২৫ জুন সকাল ৯টা ৪৮মিনিটে বারংবার মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায় নি। গ্ৰাম পুলিশ ওবায়দুল ইসলাম বলেন, মিঠাপুর ইউনিয়ন পরিষদের সকল গ্ৰাম পুলিশের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসকের হ্নদয়ে অনুরোধ করতে চাই যে গ্ৰাম পুলিশ আঃ ছাত্তার দিন দিন দৃষ্টি হারিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে, দয়া করে উপজেলা নির্বাহী অফিসার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নেক দৃষ্টি ও নেক সহায়তা কামনা করছি। মিঠাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আঃ সামাদ কবিরাজ সাংবাদিকদের জানান দৃষ্টি হারিয়ে যাওয়া গ্ৰাম পুলিশ আঃ ছাত্তারের প্রতি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহায়তা প্রদানের জন্য নেক কামনা করছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ