• Uncategorized

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নবছায়ার অনলাইন কুইজ

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২১ , ৫:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস-২০২১ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নবছায়া’র আয়োজনে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) অনলাইন মাধ্যমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

    আহনাফ ওয়াদুদ মীমের সঞ্চালনায়, আয়েশ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে, বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির উপর কুইজের প্রশ্ন সাজানো হয়। কুইজটি পরিচালনা করেন নবছায়া’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি ও সাহিত্য বিষয়ক সম্পাদক তানজিনা ইসলাম তাজিন। তিনটি ধাপে কুইজের বিজয়ীদের বাছাই করা হয়। প্রথম, দ্বিতীয় রাউন্ড শেষে ফাইনাল রাউন্ড থেকে সেরা তিনজন সঠিক উত্তরদাতাদের বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীরা হলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলাম, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শাহারিয়ার চঞ্চল ও ময়মনসিংহ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সঞ্জয় দাস। বিজয়ীরা নবছায়া কতৃক সার্টিফিকেট ও উপহার সামগ্রী পাবে।

    কুইজ সম্পর্কে নবছায়া’র সভাপতি আয়েশ উদ্দিন ভুঁইয়া বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আমাদের এই অনলাইন আয়োজন। আমাদের এরকম বিভিন্ন শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে

    সংগঠনটির প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন রনি বলেন, ‘তরুণ প্রজন্মের সংগঠন নবছায়া এ পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছে। অসহায়দের খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সমস্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন শিক্ষামূলক ইভেন্টের আয়োজন করেছে।’ সমাজের একঝাঁক তরুণ প্রাণের সমন্বয়ে পরিচালিত, স্বেচ্ছাসেবী সংগঠন নবছায়া’র কার্যক্রমকে বেগবান করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ