• গণমাধ্যম

    চাঁদাবাজির অভিযোগে তথাকথিত অনলাইন টিভির সাংবাদিক গ্রেপ্তার

      প্রতিনিধি ৮ মার্চ ২০২২ , ৪:৪০:০৫ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    বিজয়নগরে অনলাইন টিভির পরিচয়দানকারী তথাকথিত সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে আটক করে বিজয়নগরের এক ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা।এ ব্যাপারে উপজেলার পাহাড়পুর ভূমি অফিসের ইউনয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাসার বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    এজাহার সূত্রে জানা যায়, তথাকথিত অনলাইন টিভির সাংবাদিক উপজেলার মেরাশানী গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে ফজলে এলাহী উজ্জ্বল (৪৫)। আজ ৮ মার্চ দুপুর ৩ ঘটিকার সময় পাহাড়পুর ভূমি অফিসের ইউনয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাসার এর নিকট ২০০০/= টাকা চাঁদা দাবী করেন। ভূমি অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশ কে সংবাদ দেন।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, পাহাড়পুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ আবুল বাসার এই সংক্রান্ত সংবাদ দিলে তাকে ঘটনাস্থল থেকে বিজয়নগর থানায় নিয়ে এসে বাদী এজাহার দায়ের করিলে বিজয়নগর থানার আসামীকে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ ধারা রুজু করা হয়। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ