• কৃষি

    কুষ্টিয়ায় একদিন ব্যাপী কৃষি যন্ত্রপাতি মেলা

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ৭:৫৭:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ লিখন উদ্দীন-কুষ্টিয়া সদর প্রতিনিধি:

    বাংলাদেশ ইন্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা একদিন ব্যাপী কৃষি যন্ত্রপাতি মেলার আয়োজন করে,,
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মোঃ এহেতেশাম রেজা। বিশেষ অতিথি জনাব ডঃ মোঃ হায়াত মাহমুদ উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া এবং জনাব মোঃ পার্থ প্রতীম শীল উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া সদর,,, এবং জনাব মোঃ কামরুজ্জামান নাসির বিশিষ্ট শিল্পপতি চেয়ারম্যান নাসির গ্রুপ।
    সভাপতিত্ব করেন জনাব মোঃ ইউনুস খান সহ সভাপতি বাংলাদেশ ইন্জিনিয়ারিং মালিক সমিতি কুষ্টিয়া জেলা।

    উক্ত মেলায় বক্তারা বলেন,, লাইট ইন্জিনিয়ারিং এর উদ্দেশ্য হচ্ছে অল্প খরচে অল্প সময়ে যেন কৃষকরা অধিক ফসল ফলাতে পারে এটা নিয়ে আমরা কাজ করছি এবং বাজারে বিভিন্ন প্রকার আধুনিক মেশিন নিয়ে কাজ এটা বাজারে আসলে কৃষকের কষ্ট কমে যাবে সময় ও কম লাগবে ইনশাআল্লাহ। এই মেলাতে আশা ইন্জিনিয়ারিং ওয়ার্কসশপ ( কুষ্টিয়া) আল হেলাল ইন্জিনিয়ারিং ওয়ার্কস ( কুষ্টিয়া) জনতা মেশিনারীজ ( চুয়াডাঙ্গা) এল কৃষি পার্স ( ঝিনাইদহ) আর কে মেটাল ( ফরিদপুর) এসএমআর এগ্রো ( যশোর) জিএসএম ( কুষ্টিয়া) সহ বিভিন্ন ইন্জিনিয়ারিং ওয়ার্কসশপ বিভিন্ন প্রকার আধুনিক মেশিনের স্টল দেয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ