• চট্টগ্রাম বিভাগ

    কুমিল্লার দেবীদ্বারে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১১:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:

    বিএনপি-জামায়াতের নেতাকর্মী কর্তৃক পুলিশ হত্যা, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ রবিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দেবীদ্বার উপজেলার সদর এলাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান দেবীদ্বারের আপামর জনতার প্রিয় মানুষ মো. আবুল কালাম আজাদের পক্ষের আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে। পরে নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, এক পুলিশ সদস্যের মৃত্যু, কাকরাইলে পুলিশ বক্সে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, মসজিদের সামনে বাসে ও পিকআপে হামলার কৈফিয়ত বিএনপি-জামায়াতকে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের নেতৃত্ব মাঠে থাকব। এসময় আরও বক্তব্য দেন দেবীদ্বার সুজাত আলী সরকার কলেজের সাবেক জিএস ও গুনাইঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল।
    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, জাফরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আলিম, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কাউসার হায়দার, উপজেলা যুবলীগ নেতা শয়ন দাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, গোলাম মহিউদ্দিন সবুজ, সারোয়ার হোসেন রাকিব, ইমরান আরেফিন ইমু, আসিফ বিন লতিফ, আল-আমিন, ফয়েজ আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ