• আইন ও আদালত

    কাজিরহাট নৌ পুলিশের অভিযানে অবৈধ বাল্কহেড সহ গ্রেফতার-৩

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ৫:৫০:০৭ প্রিন্ট সংস্করণ

    আলমগীর হুসাইন অর্থ:

    অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ বালু উত্তোলন রোধকল্পে নিয়মিত করছে অভিযান পরিচালনা। যার অংশ হিসেবে ২০শে মার্চ ( বুধবার) দুপুরে পাবনা জেলার আমিনপুর থানাধীন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুবাহী বাল্কহেড সহ ৩ জনকে গ্রেফতার করেছে কাজিরহাট নৌ ফাঁড়ি পুলিশ। পাবনা জেলার আমিনপুর থানাধীন রূপপুর ইউনিয়নস্থ খানপুরা মৌজার অন্তর্গত নটাখোলা ঘাট সংলগ্ন যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করে কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মাহিদুল ইসলাম এর নেতৃত্বে কাজিরহাট নৌ ফাঁড়ি পুলিশ।

    এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গ্রেফতারকৃত:
    ১। মোঃ খায়রুল মোল্লা (৪৪), পিতা- মৃত আমিন উদ্দিন মোল্লা, মাতা- মৃতঃ সালেহা খাতুন, সাং- রূপপুর (বিবিসি বাজার), পোস্ট- পাকশী, ইউপি- পাকশী, ২। মোঃ রবিউল ইসলাম (৩৬), পিতা- মোঃ আব্দুর রব মোল্লা ,মাতা- মোছাঃ রেণু বেগম, ৩। মুক্তার শেখ (২৩), পিতা- মোঃ আমজাদ হোসেন শেখ, মাতা- মোছাঃ রাহিমা খাতুন, উভয় সাং-সাঁড়া ঝাউদিয়া (চাঁনমারি মোড়), ইউপি- সাঁড়া, সর্ব থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা’। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ