• আইন ও আদালত

    জেলা এনএসআই নওগাঁ এর তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২৭:২৩ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁ:

    জানা গেছে গতকাল বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি অদ্য ১২০০ ঘটিকায় জেলা এনএসআই, নওগাঁ এর গোপন তথ্যের ভিত্তিতে জেলা খাদ্য অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন সরস্বতীপুরে মেসার্স এসিআই অটো ফুড লিঃ ১২৪৫ মেট্রিক টন ধান অনুমোদিত ধারণক্ষমতা সেখানে ৬৮০০ মেট্রিক টন মজুদ এবং চাল ১০১২ মেট্রিক টন পাক্ষিক মজুদ অতিক্রম করে রাখার দায়ে অটো রাইস মিলের প্রোডাকশন কর্মকর্তা আবু সামস মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- আব্দুস সাত্তার, সরস্বতীপুর, মহাদেবপুর,

    নওগাঁকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহারুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত ১৯৫৬ এর ২/৩ ধারার অপরাধে ৯৩/২০২২ নং মামলায় ৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে।
    উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির অর্থদণ্ড প্রদানকালে গোডাউনে মজুদকৃত চাউল আগামী ১৫-০৩-২০২২ খ্রিঃ এবং মজুদকৃত ধান ২০-০৩-২০২২ খ্রি: এর মধ্যে বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান এবং উক্ত তারিখের পরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পুনরায় অভিযান পরিচালনা করা হবে মর্মে নির্দেশনা দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ