• আমার দেশ

    উদ্বোধনের আগেই সেতু পাড়ি দিল বরযাত্রীর বহর

      প্রতিনিধি ২৭ মে ২০২২ , ৮:৩৩:০২ প্রিন্ট সংস্করণ

    পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ প্রায় শেষ। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো সেতু সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে হস্তান্তর করেনি। এর আগেই সেতু দিয়ে বরযাত্রীবাহী দুটি ব্যক্তিগত গাড়ি ও একটি বাস চলাচলের অভিযোগ উঠেছে।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে বরযাত্রীর গাড়িবহর সেতু পাড়ি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সেতুর পূর্ব প্রান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া থেকে বরযাত্রীবাহী দুটি ব্যক্তিগত গাড়ি ও একটি বাস সেতু পার হয়ে পশ্চিম প্রান্তে চলে এসেছে।

    সেখানে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর সেতুর ওপর থাকা ব্যারিকেট সরিয়ে বরযাত্রীরা চলে যান। ভিডিওতে শোনা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, ‘এ গাড়ি উঠে এলো ক্যামনে?’ আরেক জন বলছেন, ‘ও পাশ খোলা মনে হয়।’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ