• রাজশাহী বিভাগ

    ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মা ছেলের মৃত্যু

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৪:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি :

    পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় পণ্যবাহী ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা মা-ছেলের মৃত্যু হয়েছে।
    আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাঁতি গ্রামের মৃত নাজিম উদ্দিনের সহধর্মিণী মোছা: মমতাজ বেগম (৭০) ছেলে মাহাতাব উদ্দিন (৩৫)।

    পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার এতথ্য নিশ্চিত করে জানান আনুমানিক ৩ টা ৫ মিনিটের দিকে দাশুড়িয়া অভিমুখ থেকে পাবনার দিকে মোটরসাইকেলটি যাচ্ছিল। এসময় কালিকাপুর বাজারে পৌঁছামাত্র মোটর সাইকেলটি পাঁকা রাস্তায় ছিঁটকে দু’জনে পড়ে যায়। এসময় মোটর সাইকেলের পিছনে থাকা মমতাজ বেগম মহাসড়কে ছিটকে পড়ে থাকলে পিছনে থাকা ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মমতাজ বেগমের মৃত্যু হয়।এসময় ঘাতক ট্রাকটি কৌশলে পালিয়ে যায়।

    খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ সদস্য ঘটনাস্থল এসে, রক্তাক্ত আহত অবস্থায় আহত মাহতাবকে উদ্ধার করে পাবনা সদর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষনা করেন।
    হাইওয়ে পুলিশ চেষ্টা করেও ওই ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। এ ঘটনায় সড়ক নিরাপদ আইনে একটি মামলা হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের কোন দাবী না থাকার কারণে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ