• সাহিত্যে

    ‘আষাঢ়ী পূর্ণিমা’ কলমে-নিশাদ বানু রতনা

      প্রতিনিধি ২২ জুলাই ২০২২ , ৩:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ

    আষাঢ়ী পূর্ণিমা
    কলমে-নিশাদ বানু রতনা

    অনেক দিন পর
    তুমি এলে,এলো আষাঢ়ী পূর্ণিমা।
    পেলাম আমার আকাশে
    পুর্ণ চাঁদের দেখা।
    আমার সমস্ত পৃথিবী
    ভরে গেলো আলোর বন্যায়।
    ভুলে গেলাম আমি
    কত রাত নির্ঘুম কাটিয়েছি,
    ভুলে গেলাম আমি
    কতরাত জোৎস্না দেখিনি,
    ভুলে গেলাম আমি
    কত রাত তোমাকে ভেবে ভেবে
    অশ্রু সাগরে ভেসেছি,
    ভুলে গেলাম আমি
    তোমার বিরহে কত গান,কবিতা লিখেছি।
    তোমার আলোর দ্যূতিতে
    আমি মুহুর্তেই হয়ে গেলাম বালিকা।
    যে বালিকা আষাঢ়ের কদম ভালবাসে,
    যে বালিকা পথ চেয়ে
    বকুলের মালা গাথে।
    আমি মুহুর্তেই হয়ে গেলাম সন্ধ্যাতারা,
    তোমার পরশে সবার আগে
    জেগে উঠলাম আকাশে।
    আমি মুহুর্তেই ভুলে গেলাম
    তোমার না রাখা
    আমাকে প্রতিশ্রুত সকল শ্রুত কথা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ