• ময়মনসিংহ বিভাগ

    আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে কম্বল বিতরন করলেন ইউএনও

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের আশ্রয়ন প্রকল্প ও আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে এ কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আলহাজ আ.ফ.ম ডা. শাহান শাহ মোল্লা, সেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ মনির, ইউপি সদস্য সোনা মিয়া প্রমুখ।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর পাওয়া উপকারভোগী, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। শীত শুরুর পর থেকেই উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এসব কম্বল। শীত না যাওয়া পর্যন্ত বিতরন অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ