• Uncategorized

    “অনির্দিষ্ট কাল বন্ধ” কলমে-মেহেদী হাসান

      প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৬:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা-অনির্দিষ্ট কাল বন্ধ
    কলমে: এম.এইচ.মেহেদী হাসান

    শেষ কবে প্রান খুলে হেসেছিলে, বলতে পারো?
    কবেই বা শেষ মেতেছিলে চায়ের কাপে, বন্ধুদের সাথে?
    মনে পড়ে?
    মনে পড়লেও আজ অনেকটা স্মৃতির পাতায় জায়গা করে নিচ্ছে এসব।
    ভুলতে বসেছি হাসবোই বা কি কারণে।
    চারপাশে তাকিয়ে দেখো তাদের কেউ নেই।
    জানালা দিয়ে তাকিয়ে দেখো, কান্নার শহর এই!
    মনে পড়ে শেষ দিনের কাটানো ক্যাম্পাস সময়টা?
    আহা! কি আনন্দই না পেয়েছিলে শুনে অনির্দিষ্ট কাল বন্ধ।
    এবার আমি কিংবা তুমি বসে আসি হয়ে এক যন্ত্র।
    মানব তবে শিকল পায়।
    আজ বের হতে শত ইচ্ছে হলেও,
    একটাই বের না হবার কারণ হায়!
    কবে হবে, শেষ কবে?
    আবার মেতে উঠবে সেই চায়ের কাপে এক চুমুক;
    আর অজস্র কথার ঝড়।
    এই মামা আরেক কাপ চা দাও-
    বন্ধু আসছে এইতো বসে যাও।
    আর সেই বাদাম খেতে খেতে সবুজ ঘাসে,
    গা এলিয়ে বসে প্রিয়দের সাথে আড্ডায় মেতে উঠা।
    হবে কি সেই আগের মত?
    নাকি আমার গুটিকয়েক লেখার মত;
    হারিয়ে যাবে মৃত্যু মিছিলে সব থেকে বেশি কথা বলা ছেলেটা?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ