• গণমাধ্যম

    মডেল প্রেসক্লাব পাবনার কার্য নির্বাহী কমিটি ঘোষণা মিথুন সভাপতি ও মোবারক বিশ্বাস সাধারন সম্পাদক

      প্রতিনিধি ২১ মে ২০২২ , ২:২৪:৩২ প্রিন্ট সংস্করণ

    গণমাধ্যম ডেস্ক:

    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত মডেল প্রেসক্লাব পাবনার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২০ মে) বেলা ১০ টায় শহরের আব্দুল হামিদ রোডের আক্তারুজ্জামান টাওয়ারের ৪র্থ তলায় এটিএন বাংলা পাবনা অফিসে এ কমিটি ঘোষনা করা হয়। প্রায় ৩০ জন সাংবাদিকদের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে জাতীয় দৈনিক সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল নাহিদ মিয়া ওরফে নাহিদ মিথুনকে সভাপতি ও এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ মোবারক বিশ্বাসকে সাধারন সম্পাদক।

    মাইটিভির জেলা প্রতিনিধি ও আমার সংবাদের পাবনা প্রতিনিধি মজিবুল হক লাজুককে সাংগাঠনিক সম্পাদক, ডেইলি সারাবাংলা২৪.কম বিশেষ প্রতিনিধি ইমরান খান মানিককে প্রচার সম্পাদক, করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী
    কমিটি ঘোষনা করা হয়। কমিটির সহ সভাপতি হয়েছেন এশিয়া টিভি ও ভোরের ডাকের নিজস্ব সংবাদদাতা পায়েল হোসেন রিন্টু, যায়যায় দিনের বেড়া উপজেলা প্রতিনিধি উজ্জল হোসাইন, সমবাংলার পাবনা প্রতিনিধি মোঃ আমিনুল হক, সহ সাধারণ সম্পাদক মাইটিভি ঈশ্বরদী উপজেরা প্রতিনিধি সবুজ মোল্লা, এসটিভি পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলব খান, সাংবাদিক মনোয়ার পারভেজ মানিক।

    সহ সাংগাঠনিক সিরাজুল ইসলাম রোকন সপ্তাহিক সমকোণ, অর্থ সম্পাদক সাংবাদিক শামসুর রহমান শাহিন, সহ-প্রচার রাসেল হোসাইন দৈনিক বাংলাখবর প্রতিদিন পত্রিকার ঈশ্বরদী প্রতিদিনি, দপ্তর সম্পাদক রাসেল তালুকদার কলকাতা টিভি জেলা প্রতিনিধি, সহ-দপ্তর আল আহসান হক মাসুক
    সিএনএন বাংলা টিভি পাবনা জেলা প্রতিনিধি, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা হ্যাপী এনপিএস নিউজ, সমাজ কল্যান সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার পাবনা প্রতিনিধি আজিম হায়দার, তথ্য ও গবেষনা সম্পাদক মো: তুহিন হোসেন এক্সপ্রেস নিউজ পাবনা প্রতিনিধি।

    নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ গিয়াস উদ্দিন দৈনিক তৃতীয় মাত্রার ভাঙ্গুরা প্রতিনিধি, মোঃ ফারুক হোসেন যায়যায় দিন সাঁথিয়া প্রতিনিধি, শিহাব আহম্মেদ আলোকিত ৭১ সংবাদ সম্পাদক ও প্রকাশক, আব্দুল্লাহ আল মুমিন দৈনিক সিনসা, জীম হোসাইন, ইমরান হোসেন। মডেল প্রেসক্লাবের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি নাহিদ মিথুন। এ সময় মডেল প্রসক্লাব পাবনার সাধারন সম্পাদক মোবারক বিশ্বাস দিক নির্দেশনামূলক আলোচনা করেন। তার বক্তব্য উপস্থিত সদস্যগণ করতালির মাধ্যমে উৎসাহ ও অভিনন্দন জানান।

    সাংবাদিক মনোয়ার পারভেজ মানিকের উপস্থাপনায়
    আরো বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মজিবুল হক লাজুক, সহসভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোটার পায়েল হোসেন রিন্টু, প্রচার সম্পাদক ইমরান খান মানিক। অনুষ্ঠানের প্রায় ১০ টি বেসরকারী টিভি চ্যানেলের পাবনা, ঈশ্বরদী ও বেড়া প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন কোন সরকারী চাকুরিজীবি, মাদক বিক্রেতা,
    সন্ত্রাসী কার্যকলাপসহ সমাজবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ব্যাক্তিদের মডেল প্রেসক্লাব পাবনায় সদস্য দেওয়া হবে না। কেউ যদি তথ্য গোপন করে প্রবেশ করে।

    থাকে তাহলে তার বিরুদ্ধে বহিস্কারসহ নানা শাস্তিমুলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে। মডেল প্রেসক্লাব পাবনা অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করা এবং পাবনার উন্নয়নের সহযোগিতাসহ নানা অপকর্ম তুলে ধরে পাবনার উন্নয়নে ভুমিকা রাখতে বদ্ধ পরিকর। এছাড়া সাংবাদিকদের মান উন্নয়নে নানা প্রকার ট্রেনিং, সেমিনারে অংশগ্রহন পুর্বক প্রশিক্ষনের মাধ্যমে
    ব্যবস্থা করা হবে। পাবনার দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানের মান উন্নয়নে জেলায় কর্মরত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুর্নীতি দমন কমিশনের নজরে আনতে মডেল প্রেসক্লাবের সদস্যরা কাজ করে যাবে। উল্লেখ্য স্বাধীনতার পরে পাবনায়, “মডেল প্রেসক্লাব পাবনা” নামে এই প্রথম ২য় প্রেসক্লাবের যাত্রা শুরু হলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ