• Uncategorized

    কলাপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

      প্রতিনিধি ২৯ মে ২০২১ , ২:২০:২২ প্রিন্ট সংস্করণ

    কলাপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

     

    কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়ীয়া ব্রীজের পাশ থেকে ২৯/০৫/২১ ইং তারিখ রোজ শনিবার সকাল ৬ঃ০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪টি ড্রামে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার বাগদা চিংড়ির পোনা উদ্ধার করেছে। বাংলাদেশ কোস্টগার্ট দক্ষিণ জোনের নিজামপুর, মহিপুর কর্তৃপক্ষ। আজ সকাল আনুমানিক ১১ঃ০০ ঘটিকায় সময়ে উদ্ধার কৃত চিংড়ি পোনা গুলো আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্য উপ-সহকারী মোঃ মহাসীন রেজা ও স্থানীয় সংবাদ কর্মী মোঃশাহাবুদ্দিন ও মোঃ জাফর ইকবাল সহ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশান নিজামপুর, মহিপুর, পটুয়াখালীর পিও হরিপ্রসাদ, এবি অপু কুমার, এবি মিজান, এবি রুস্তম, সহ অার অনেকে। এবিষয় সংবাদ কর্মী গন জানতে চাইলে নিজাম পুর কোস্ট গার্ডের পিও বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়ি পোনা গুল জব্দ করেছি। সব সময়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ