• Uncategorized

    মতলব উত্তর ফরাজীকান্দি ইউনিয়নে   অসহায়দের মাঝে  জিআর চাল ও প্রধানমন্ত্রীর  উপহার খাদ্যসামগ্রী  বিতরণ

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৬:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    প্রাকৃতিক দূর্যোগ বন্যায়  ক্ষতিগ্রস্ত  আসহায়  পরিবারের মাঝে ৷ ১৬ আগস্ট   ( রবিবার  ) সকালে মতলব উত্তর উপজেলার  ফরাজীকান্দি  ইউনিয়নে  গরীব ও অসহায় ৭শত  ৫০  জন লোকের মাঝে ১০ কেজি হারে ৭.৫ মেট্রিক টন  জিআর   চাউল ও ৮৫ পেকেট প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী   বিতরণ করা হয়।

     

    জিআর  চাউল  ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-   ট্যগ অফিসার  মোঃ ওলিউল্লাহ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান,ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আঃ রব প্রধান,  ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক আতাউর রহমান,ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের  সচিব মোঃ নাছির আহম্মদ খান , ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন,মোঃ নাছির উদ্দিন মুন্সি প্রমুখ ৷

    এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন- প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সবসময় ছিলেন এবং এখনো আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যখন যা দরকার তাই দিচ্ছে সরকার ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত একজন লোকও না খেয়ে থাকবেনা শেখহাসিনার সরকার যতদিন আছেন ততদিন কোন লোক নাখেয়ে থাকবেনা  ৷

    বক্তারা বলেন- বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসের মহামারি দেখা দিয়েছে। তা থেকে রক্ষা পেতে হলে আপনারা স্বাস্থ্য বার্তা মেনে চলুন। সামাজিক দুরুত্ব  মেনে চলুন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। কিছুক্ষণ পরপর সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করবেন । নিজে সুস্থ্য থাকুন অন্যজনকেও সুস্থ্য রাখুন। উপস্থিত সকলকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।

     

    বক্তারা আরও বলেন,করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে।

    পরিবারের সদস্যগণ এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে৷

    এসময়  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ