• Uncategorized

    সাবেক মন্ত্রী শাহজান সিরাজ ইন্তেকাল করেছেন 

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ২:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী শাহজান সিরাজ ইন্তেকাল করেছেন।

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ মঙ্গলবার  বিকাল সাড়ে ৩ টার দিকে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

    স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ (যায় অন্য নাম নিউক্লিয়াস) এর সক্রিয় কর্মী, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে বাংলাদেশের  স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩ মাচ ১৯৭১ পল্টন ময়দানে বিশাল এক ছাত্র জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাজাহান সিরাজ।

    এরপর  যুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশ লিবারেশন ফোস’ (বিএলএফ) বা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তার ভূমিকা দেশবাসীর কাছে তিনি চার খলিফার একজন হিসেবে পরিচিতি হয়ে আছেন।

    দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্রলীগ বিভাজনের পরে শাজাহান সিরাজ আরও অনেকের সাথে সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন। অনেক চড়াই উৎরাইয়ের পরে দলটির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ