• রংপুর বিভাগ

    সুন্দরগঞ্জে ডিজিটাল উদ্বোধনী মেলার শুভ উদ্বোধন

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ১:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহজাহান মিয়া-রংপুর বিভাগীয় ব্যুরো চীফঃ

    সুন্দরগঞ্জে দিনব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২” শুরু হয়েছে। ৯ নভেম্বর, বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু। এরপর মেলার সুন্দরগঞ্জ উপজেলার সকল দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে ডিজিটাল উদ্বোধনী মেলা উদ্বোধন করেন।

    এর আগে একটি রেলি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।মেলায় ৪০ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল উপজেলা দপ্তর সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ, মাদরাসাকে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ