• আইন ও আদালত

    সীমান্তে বিজিবি কর্তৃক অনুপ্রবেশকারী আটক

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২৮:৩৩ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লা গোলাবাড়ী কেরানীনগর ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো: মহসিন (৩৮) বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-১০ বিজিবি’র সদস্যরা। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) বিকেল-৩টার দিকে কুমিল্লা বিবির বাজার ক্যাম্পের বিজিবি সদস্যরা কেরানীনগর জিরো পয়েন্ট এলাকায় অনুপ্রবেশ প্রতিরোধ ডিউটি চলাকালীন ভারত হতে বাংলাদেশে একজন ব্যক্তি সীমান্তে অনুপ্রবেশ করছে দেখতে পায় এবং তাৎক্ষনিক আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে শুধুমাত্র বাংলাদেশী নাগরিকত্ব সনদ দেখায় এবং এর বাহিরে কোন প্রকার পাসপোর্ট ভিসা দেখাতে পারেননি। আটকৃত ব্যক্তির বিষয়ে ১০বিজিবি’র বিবির বাজার ক্যাম্পে কর্মরত নায়েক গোলাম মোস্তফা এজাহার সূত্র মতে জানান-কুমিল্লা বরুড়া উপজেলার পালগাছা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মো: মহসিন(৩৮) ভারত হতে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করায় কুমিল্লা পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর জিরো পয়েন্ট এলাকা হতে বিজিবি সদস্য কর্তৃক হাতে নাতে আটক করে থাকি। পরর্বতীতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দ্যা কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট-১৯৫২ সালের ৪ধারা আইন অনুযায়ী মামলা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ