• খেলা

    সাদা পোশাকে সেরা বাংলাদেশ

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৭:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    বে ওভালের প্রেসবক্সে বসে মাঠ থেকে চোখ তুললেই প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির দেখা মেলে। বড় থেকে ছোট হতে হতে দূরের আকাশে মিশে যাওয়া জলরাশিতে ছোট ছোট কালো বিন্দুগুলোকে দেখে বোঝাই যায় কোনো বাণিজ্যিক জলযান কিংবা প্রমোদতরি। সেই মিশে যাওয়া নীলাকাশের কোথাও ৫ জানুয়ারি, ২০২২ দিনটির অবিশ্বাস্য পরিণতি ক্ষুদ্রতম বিন্দু হয়েও ভাসতে দেখা গিয়েছিল বলে শোনা যায়নি।

    বরং চতুর্থ দিনে মাউন্ট মঙ্গানুই টেস্টের লাগাম মমিনুল হকের হাতে তোলা হয়ে গেলেও মনে কাঁটা হয়ে বিঁধছিল সংশয়, এক-আধটা সেশনেই না উল্টে যায় সব সম্ভাবনা!
    কিন্তু বাংলাদেশের ঘড়ি সকাল ৭টা ছোঁয়ার আগেই সব সংশয় ধুয়ে-মুছে রঙিন উৎসবের রঙে। মমিনুলদের মাউন্ট মঙ্গানুই জয়ের আধাবেলা পরও কম্পিউটারের কি-বোর্ডে হোঁচট খেতে খেতে চলছে অবিশ্বাসে আচ্ছন্ন আঙুল!সূত্রঃযুগান্তর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ