• ঢাকা বিভাগ

    শ্রীনগরে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ মে ২০২২ , ৩:৫৪:২৫ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম-মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ দিকে জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার নিমার্ণাধীন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি (হাইওয়ে পুলিশ) মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম। হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর রিজিয়ন) আলী আহমদ খানের সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশ সুপার (নারায়ণগঞ্জ সার্কেল) অমৃত সূত্রধর’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক , মহাসড়ক কেন্দ্রীক কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খান, মুন্সিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ বকুল খান, মাওয়া ঘাট বাস মালিক সমিতির সভাপতি মো. আলী আকবর প্রমুখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন, সার্জেন্ট মো. বাহারুল সোহাগ, মুন্সিগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রিপন মোল্লাসহ হাইওয়ে পুলিশ সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অতিরিক্ত আইজি মল্লিক ফখরুলকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় তিনি নিমার্ণাধীন হাঁসাড়া হাইওয়ে থানা পরির্দশন ও কাজের অগ্রগতি সমন্ধে খোঁজ খবর নেন।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ