• ঢাকা বিভাগ

    শীত নেমেছে কালিহাতীর সবজি বাজারে!

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২১ , ৫:০৯:১৪ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকার -কালিহাতী(টাংগাইল)প্রতিনিধিঃ

    টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সবজি বাজারে শীতের সব্জি উঠেছে। ফুলকপি, বাধা কপি, শিম, লাউ, পটল, শসা, মিষ্টি কুমড়া ও টমেটোসহ নানা ধরনের শীতকালীন সবজিতে বাজারগুলো যেন সেজেছে এক রঙিন সাজে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে দাম।
    শনিবার (২০ নভেম্বর) সকালে কালিহাতী সদরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজিতে বাজার ভরপুর হয়ে উঠেছে। প্রতিটি সবজির দামই কেজি প্রতি ৫ টাকা থেকে ১০ টাকা কমেছে।

    তাই বেশি দামের জন্য যারা এতোদিন শীতের সবজির স্বাদ নিতে পারছিলেন না, তারাও এখন মোটামুটি সবজি কিনতে পারছেন। সবজি বিক্রেতারা বলছেন, শীত যত বাড়বে সরবরাহও তত বাড়বে আর কমবে দামও।কালিহাতী সদর কাঁচা বাজারের সবজি বিক্রেতা মমিনুল ইসলাম জানান গত এক সপ্তাহের ব্যবধানে বর্তমানে প্রতিটি সবজির দামই কেজি প্রতি ৫ টাকা থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে ফুল কপি প্রতি কেজি ৬০ টাকা, বাঁধা কপি ৩৫-৪০টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, সিম প্রতি কেজি ৫০-৬০ টাকা, মুলা প্রতি কেজি ২৫-৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, বটবটি প্রতি কেজি ৪০ টাকা, ঢেড়স প্রতি কেজি ৬০ টাকা, বারই পটল প্রতি কেজি ৩০ টাকা, ওল কচু প্রতি কেজি ২০ টাকা, ধনিয়া পাতা প্রতি কেজি ৮০ টাকা, শসা (দেশী) প্রতি কেজি ৪০ টাকা,

    আলু (নতুন) প্রতি কেজি ১২০-১৪০ টাকা, কড়লা প্রতি কেজি ৪০-৬০ টাকা ও পাতা পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা, লাল শাক এক জোড়া আটি ২০ টাকা, ডাটা ৩০ টাকা (প্রতি মুঠা) ও লেবু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।এদিকে গত এক সপ্তাহের তুলনায় এ বাজারে পেঁয়াজের দামও প্রতি কেজিতে কমেছে ৫ টাকা, বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায় এবং কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা, বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তবে দাম কমেনি মাসকলাই ডালের দাম। পূর্বের ন্যায় এখনো প্রতি কেজি মাসকলাই ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ