• রাজশাহী বিভাগ

    রাজশাহীতে বিশ্ব পানি দিবস পালিত

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৪ , ৯:১৪:২৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    “শান্তির জন্য পানি” শ্লোগানকে সামনে নিয়ে রাজশাহীতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে একটি র‌্যালি বের হয়ে প্রশাসক চত্বর প্রদক্ষিণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী।

    এসময় রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী ওয়াসা ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, বাংলাদেশের অনেক স্থানে পানির সংকট শুরু হয়েছে। দিনদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। এমনকি অনেক এলাকাতে গৃহস্থলির কাজেও পানির সংকট দেখা যাচ্ছে। তাই পানি ব্যবহারে সকলকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ