• রাজশাহী বিভাগ

    রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা-২০২৪ এর উদ্বোধন

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৪ , ১০:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মহানগরী হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এসময় প্রধান অতিথি হিসেবে সূচনা বক্তব্য রাখেন। মেলায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের প্রচারকৌশল বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি।

    সর্বজনীন পেনশন স্কিম সাফল্যমন্ডিত করার কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ্ এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান। মেলায় সর্বমোট ১১৭ টি স্টল রয়েছে। যার মধ্যে এনজিও, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিভাগের সরকারি ও বেসরকারি দফতর/প্রতিষ্ঠান, ইউডিসিসমূহ অংশগ্রহণ করেছেন। এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এনজিও এর প্রতিনিধিবৃন্দ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ