• Uncategorized

    বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় যুবক আহত থানায় মামলা

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২১ , ৪:৪১:২৫ প্রিন্ট সংস্করণ

    ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি:

    পূর্ব বিরুধের জের ধরে সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় মকবুল হোসেন (৩০) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।গত রবিবার (২৫ এপ্রিল) বিকেলে প্রতিপক্ষের হামলায় আহত মকবুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের আরশ আলীর পুত্র। গুরুতর আহত অবস্থায় আহত যুবক মকবুল হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পুত্রের উপর প্রতিপক্ষের হামলায় ঘটনায় মকবুলের পিতা আরশ আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২০ (তাং ২৫.০৪.২১ইং)। মামলার অভিযুক্তরা হলেন- চানপুর গ্রামের মৃত ছরকুম আলীর পুত্র আলা উদ্দিন (৬০), ফজর উদ্দিন (৬৫), আলা উদ্দিনের পুত্র কামরুল ইসলাম (২৫), ফজর উদ্দিনের পুত্র গিয়াস উদ্দিন (৪৮) ও মনির উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন (৪০)।

    মামলার অভিযোগপত্রে বাদী উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে বাদী আরশ আলীর সাথে বিবাদী আলা উদ্দিন পক্ষের সাথে জমি-জমা সংক্রান্ত বিরুধ চলে আসছে। এ নিয়ে আদালতে তাদের স্বত্ব মামলাও বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জের ধরেই রোববার বিকেলে গরু দিয়ে সীমগাছ খাওয়ানেকে কেন্দ্র করে বাদীর পুত্র  মকবুল হোসেনের সাথে অভিযুক্তদের বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে অভিযুক্তরা মকবুল হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এতে মারাত্বক আহত হন মকবুল হোসেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত রয়েছে।

    বাদী আরশ আলী বলেন, তারা (অভিযুক্তরা) আমার ছেলেকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কৃষি জমিতে আক্রমণ করেছিল। আল্লাহর দয়ায় আমার ছেলেকে জীবিত পেয়েছি। বর্তমানে আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।মামালা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ