• আইন ও আদালত

    বিজয়নগরে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

      প্রতিনিধি ১৩ মে ২০২২ , ২:৫০:৫৮ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছরের এক মেয়ে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। ১৩ মে শুক্রবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ। পরে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ সাংবাদিকদের জানান,

    স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক ১৫ বছরের অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। তাই আজ পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে মেয়েটির পিতাকে আইনের আওতায় এনে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করি এবং তা আদায় করা হয়। পাশাপাশি মেয়ের বাবা- মা থেকে লিখিতভাবে ১৮ বছরে আগে তাদের মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গিকার নেয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ