• রাজশাহী বিভাগ

    বাগমারায় পানবরজ কেটে নষ্টের অভিযোগ

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৪১:২২ প্রিন্ট সংস্করণ

    বাগমারা প্রতিনিধি:

    রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের মৃত সুরুত আলীর ছেলে আক্কাছ আলীর পানবরজ কেটে নষ্টের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা জায় গত ৪ঠা ফেব্রুয়ারি সকালে বৃষ্টির সময় একই ইউনিয়নের পারিলা গ্রামের ভাজন আলীর ছেলে আঃ জব্বার ও তার ছেলে সুলতান আলী দুজনে মিলে পানচাষী আক্কাস আলীর পান বরজের টানার রশি/দড়ি কেটে দেয়।

    এতে করে ১৮-২০পুন লগড়ের পরো পানবরজের কাঠামো ভেঙ্গে পড়ে পানবরজ মাটিতে শুয়ে পড়ে সব পান নষ্ট হয়ে যায়। এতে করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।এবিষয়ে পানবরজ মালিক আক্কাছ আলী ক্রন্দনরত অবস্থায় বলেন পানবরজটিই আমার একমাত্র উপার্জন মাধ্যম।যা আজ শেষ করে দিলো আঃ জব্বার ও তার ছেলে সুলতান। আমার পানবরজ কেটে নষ্ট করেছে এবং তারা গালিগালাজ ও নানা ভাবে হুমিক দিচ্ছে।এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন পানবরজ কেটে নষ্টের বিষয়ে একটি অভিযোগ হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ