• দুর্ঘটনা

    বদলগাছীতে বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে বাড়িতে আগুন

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ২:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-নওগাঁ জেলা প্রতিনিধি:

    নওগাঁর বদলগাছীতে পল্লী বিদ্যুৎত শর্ট সার্কিট হয়ে একটি পরিবারের নগদ টাকা সহ আসবাবপত্র পুরে ছাই হয়েছে।
    জানা যায় গত (২২ অক্টোবর) উপজেলার মথুরাপুর ইউপির কদমগাছী গ্রামের উফির উদ্দিন এর ছেলে মোঃ জুয়েল হোসেন (৩২) এর বাড়ীতে সন্ধ্যা পৌনে ৬টায় হঠাৎ করে তার সয়ন ঘরের ভেতর আগুন দেখতে পায় পাশের বাড়ির মজনু ও বজলু আগুন নিভানুর চেষ্টা করে কিন্তু আগুনের তাড়দহ আরো বৃদ্ধি পায়।

    এসময় উপস্থিত লোকজন বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেও ফোন রিসিভ করেননি। পরে রাত ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে লাইন বিচ্ছিন্ন করে। এসময় বাড়ীর আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ ৫,০০০ টাকাসহ সর্বসাকুল্লে ৯০ হাজার টাকার সমূদয় মালামাল পুরে ছাই হয়ে যায়। সরেজমিনে কদমগাছী গ্রামের মজনু ও বজলু হোসেন সহ প্রতিবেশীরা জানান জুয়েল হোসেন ক্ষুদ্র চা দোকানদার তাঁর বাড়ি আগুনে পুড়ে পড়নের কাপড় ছাড়া কিছুই নেই।

    জুয়েল হোসেন জানান আমি বদলগাছী সদর হাট খোলা বাজারে ক্ষুদ্র একটি চায়ের দোকান করি হঠাৎ সন্ধ্যা পৌনে ৬টায় আমাকে বাড়ি থেকে ফোন করে জানায় বাড়িতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লাগেছে আমি তাৎখনিক বাড়িতে ছুটে আসি এবং দেখি ততক্ষণে নগদ ৫,০০০ হাজার টাকাসহ সমূদয় মালামাল পুড়ে ছাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ