• আইন ও আদালত

    বদলগাছীতে ধর্মীয় ট্রাষ্ঠের জমিতে গৃহ নির্মাণ ইউএনও কে উকিল নোটিশ এলাকায় তোলপাড়।

      প্রতিনিধি ১ জুন ২০২২ , ৬:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-নওগাঁ জেলা প্রতিনিধি:

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর সাদিস পুল গ্রামে প্রতিষ্ঠিত আনন্দ্র মার্গ শিক্ষা, ত্রাণ ও জনকল্যাণ ট্রাষ্ট । উক্ত ট্রষ্ট্রের জমি নামীয় ১৭.২৬ একর জমিতে ২০১১ সালে সিভিল রিভিশন নং ৪০৪৪ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও সাদিশপুর মৌজার ৮০ শতক জমির উপর আশ্রয়ণ প্রকল্পের দুর্যোগ সহনীয় ৪০ টি গৃহ নির্মান বন্ধের আবেদনকে অবজ্ঞা করে এবং হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা অঙ্গুলি দেখি গৃহ নির্মান কাজ চলমান রাখায়, তা বন্ধ করা সহ আদালত অবমাননা করার জন্য মামলা করার সর্তককরণ উকিল নোটিশ প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন উক্ত প্রতিষ্টানের সভাপতি শ্রী সুশীল চন্দ্র মন্ডল ও অন্যান্যদের নিয়ে গত ২২/০৫/২০২২ ইং তারিখে জেলা প্রশাসক নওগাঁর কার্যালয়ে সর্তসাপেক্ষে মৌখিক সমযোতা করেন বলে প্রতিষ্টানটির সভাপতি সুশীল চন্দ্র মন্ডল এবং সেক্রেটারী শ্রী বজেশ্বর চন্দ্র অবদুতের ভাষ্যে জানা গেছে।বাদী পক্ষের সিভিল রিভিশন মামলা পরিচালনাকানী আইনজীবী অনুপ কুমার শাহা ১৬/০৫/২০২২ ইং তারিখে মোঃ খালিদ মেহেদী হাসান ,ডেপুটি কমিশনার ( ডেপুটি কাষ্টডিয়ান ,ল্যান্ড এবং বিল্ডিং) নওগাঁ এবং মোছাঃ আলপনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার ,বদলগাছী, নওগাঁর নিকট উকিল নোটিশ প্রেরণ করেন। ২০২১-২০২২ অর্থ বছরে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ভুমিহীন ও গৃহহীন ৪৬ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ে দুর্যোগ সহনীয় গৃহ নির্মানের জন্য এক কোটি ২১ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ আসে। আধাইপুর ইউনিয়নের সাদিশপুর মৌজায় ৪০টি এবং একই ইউনিয়রে জগন্নাথপুরে ৩টি ও বালুভরা ইউনিয়নে বালুভরায় ৩টি মোট ৪৬টি । নীতিমালা অনুযায়ী নিস্কন্ঠক খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান করার কথা থাকলেও উপরোল্লিখিত ধর্মীয় প্রতিষ্টানের ৮০ শতক জমিতে ৪০টি গৃহ নির্মান কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। উক্ত আনন্দ্র মার্গ শিক্ষা ,ত্রাণ ও জনকল্যাণ ট্রাষ্টের ,সভাপতি শ্রী সুশীল চন্দ্র মন্ডল গৃহ নির্মাণ কাজ বন্ধ করার জন্য ০৬/০১/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের নিকট লিখিত আবেদন করেন। আবেদন প্রাপ্তির পর নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন ট্রাষ্টের সভাপতি সুশীল চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা হাইকোর্টের নিষেধাজ্ঞার কাগজ পত্র সহ অন্যান্য কাগজপত্র নিয়ে নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র দেখান। এরপরও গৃহ নির্মাণ কাজ চলমান রাখায় উক্ত প্রতিষ্টানের সভাপতি শ্রী সুশীল চন্দ্র মন্ডল নির্মাণ কাজ বন্ধ করার জন্য ০৯/০২/২০২২ ইং তারিখে জেলা প্রসাশক নওগাঁ বরাবর লিখিত আবেদন করেন। তারপরও নির্মাণ কাজ বন্ধ না করে নির্মাণ কাজ চলমান রাখেন। ২৪/৫/২২ ইং তারিখে সরেজমিন তদন্ত কালে আব্দুল জোব্বার , মোঃ জিল্লুর রহমান জানান তাদের সহ ৪০ জনের নামে ০২ শতক জমির দলিল ও গৃহ হস্তান্তর করেছে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। তারা আরও বলেন ৪০ টি গৃহের মধ্যে ২৮টি গৃহ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং তাতে উপকারভোগিরা বসবাস করছে। ১২টির মধ্যে ১১টি গৃহের নির্মাণ কাজ ০২/০৪/২০২২ ইং তারিখে শুরু করে, সমাপ্ত না করা হলেও মোট ৪০ জনের নামে ০১ নং খতিয়ানভূক্ত জমি হিসেবে ২শতক করে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হয়েছে। অথচ ১২টির মধ্যে নির্মাণাধীন ১১টি গৃহে কোন উপকারভোগি গৃহে উঠেনি। এছাড়াও আব্দুল জোব্বার নিজে এবং তার তিন ছেলে আসিদুল,পেন্টু ও রফিকুল এবং জামাই রেজাউল ,নাতি জামাই নাজমুলকে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। উক্ত আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ছাদ পাড়া পাকা বাড়ীর মালিক বাবু সহ তার অবিবাহিত বড় ছেলের নামেও দুটি গৃহ বরাদ্ধ দেওয়া হয়েছে বলে আব্দুল জোব্বার ও বাবু জানান। উপকারভোগি মিনা বেগম ও তার স্বামী আজিজ বলেন টিনের ছাচ কম দেওয়ায় ঝড় বৃষ্টিতে গৃহে পানি ঢুকে খাদ্য দ্রব্য , আসবাবপত্র সহ অন্যান্য জিনিষপত্র ভিজে যায়। ফলে সারা রাত ঘুম হারাম হয়ে যায়। উক্ত বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেল তিনি জানান উপরোক্ত ট্রাষ্টের সভাপতি ও সেক্রেটারীর সঙ্গে সমযোতা করা হয়েছে মর্মে নিয়ম অনুযায়ী জমির দলিল ও গৃহ উপকারভোগিদের কাছে হস্তান্তর করেছি।

    জেলা প্রসাশক মোঃ খালিদ মেহেদী হাসানের সঙ্গে ২৬/৫/২০২২ ইং তারিখে মোবাইল ফোনে কথা বলেল তিনি জানান আইন অনুযায়ী সমস্যাটি নিষ্পতির জন্য আনন্দ্রমার্গ শিক্ষা, ত্রাণ ও জনকল্যান ট্রাষ্টের সভাপতি এবং সেক্রেটারীর সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে সমযোতা বিষয়টি তিনি জানেন না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ