• Uncategorized

    সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৪৭ জন সদস্যকে নিয়ে আগামী ২০ মে সাধারণ সভা

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ১২:০২:০২ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি

    জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া সমঝোতা বৈঠকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৪৭ জন সদস্যকে নিয়ে আগামী ২০ মে সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

    সমাঝোতা বৈঠকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

    এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সভাপতি হেলাল আহম্মেদ, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপস, ইসরাইল হোসেন বাবু ও সাবেক সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন,জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বাইরে প্রেসক্লাবে সদস্যবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকে বৈধ প্রক্রিয়ায় না নেয়া ১৯ জন সদস্যকে বাতিল এবং দৃশ্যমান ৪৭ জন সদস্যকে নিয়ে ২০ মে সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে তিন সদস্যের আহবায়ক কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এছাড়া সভা থেকে আগের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা এবং বিভিন্ন সময়ে সাধারণ সভায় নেয়া সিদ্ধান্ত বাতিল ও প্রেসক্লাবের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এবং সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

    এদিকে সমঝোতা বৈঠকের সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন হওয়ায় সাংবাদিকরা সন্তুস্টি প্রকাশ করেছে। সংসদ সদস্য, জেলা প্রশাসক,পুলিশ সুপার,আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক,মেয়র,উপজেলা চেয়ারম্যান,বিমল বাবু,চেম্বার প্রেসিডেন্ট কে ধন্যবাদ জানান।এরপর সমন্বয়কের দায়িত্বে থাকা ৩ জন প্রেসক্লাবে এসে সৌজন্য সাক্ষাত করেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ