• সিলেট বিভাগ

    পাটের মোড়ক ব্যবহার না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২২ , ৭:০৭:১২ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান স্টাফ রিপোর্টারঃ

    হবিগঞ্জের মাধবপুরে বাজারে পাটজাত পণ্যের মোড়কের ব্যবহার না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদীশপুর ও নোয়াপাড়া বাজারে উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এ জরিমানা করেন।উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান পাট উৎপাদন ও ব্যবহার নীতিমালা আইনের ২০১০ এর আওতায় মেসার্স মানহা অটো রাইস মিল কে ৫ হাজার টাকা ওমেসার্স আয়শা রাইস মিল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ পাট অধিদপ্তর ও পুলিশ বিভাগ সহযোগিতা করেন। এসময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়, এবং আইন অমান্য করে যারা প্লাস্টিকের পণ্য ব্যাবহার করবে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ